২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-জিম্বাবুয়েকে অপেক্ষায় রেখেছে বৃষ্টি

বৃষ্টির কারণে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন সকাল থেকেই বেরসিক বৃষ্টি ঝরছে। পরিস্থিতি বলছে, মাঠে বল গড়াতে আরও বিলম্ব হবে।
প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনও সফরকারী দলের চেয়ে ২৫ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্ত’র দল।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি।
দলীয় ১৩ রানে সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দেন সাদমান। সাজঘরে ফেরার আগে ১০ বলের মোকাবেলায় মাত্র ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। বাউন্ডারি থেকে ওই ৪ রান করেন তিনি।
এরপর আর কোনো বিপদ হতে দেননি মমিনুল হক সৌরভ ও মাহমুদুল হাসান জয়। আর কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তারা। গড়েছেন ৪৪ রানের নিরবচ্ছিন্ন জুটি। ৬ চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত আছেন জয়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন মমিনুল। তিনটি বাউন্ডারি মেরেছেন সাবেক অধিনায়ক।
Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram